ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

ফুটবল

বেনফিকার টানা চতুর্থ শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, মে ১৪, ২০১৭
বেনফিকার টানা চতুর্থ শিরোপা ছবি:সংগৃহীত

শিরোপা জয়ী ম্যাচে বেশ দাপট দেখালো বেনফিকা। ভিক্টোরিয়া গুইমারেসকে ৫-০ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো পর্তুগিজ লিগের ট্রফি তুলে ধরলো জায়ান্ট দলটি। শিরোপা জিততে দলটি পেছনে ফেলেছে নিকটতম প্রতিদ্বন্দ্বী পোর্তোকে।

দুই ম্যাচ হাতে রেখেই শিরোপার মুকুট পড়ে বেনফিকা। যেখানে পোর্তো থেকে আট পয়েন্ট এগিয়ে ছিল দেশটির শীর্ষস্থানীয় ক্লাবটি।

ঈগল খ্যাত দলটি পর্তুগিজ প্রিমেরা লিগাতে বেশ দাপট ধরে রেখেছে। এই শিরোপা নিয়ে মোট সর্বোচ্চ ৩৬বার ট্রফির উৎসব করেছে দলটি। এছাড়া সর্বোচ্চ ২৭বার রানারআপও হয়েছে তারা।  

এর পরের অবস্থান পোর্তোর। যারা ২৭বার শিরোপা জেতার পাশাপাশি ২৬বার রানারআপ হয়েছে। তবে একটি দিক দিয়ে বেনফিকা থেকে এগিয়ে আছে পোর্তো। ১৯৯৫ থেকে ১৯৯৯ পর্যন্ত টানা পাঁচটি শিরোপা ঘরে তুলেছিল দলটি।

বাংলাদেশ সময়: ১৭৭৩ ঘণ্টা, ১৪ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।