হেবেই চায়না ফরচুনের হয়েই বিজ্ঞাপন করে সমর্থকদের দুয়ো শুনতে হয় লাভেজ্জিকে। যেখানে চাইনিজদের নকল করে বর্ণবাদী তকমা জোটে তার কপালে।
সম্প্রতি চীনের ক্লাবটির অফিসিয়াল প্রোমোশনাল একটি ছবিতে পোজ দেন লাভেজ্জি। যেখানে হাসতে থাকা এ তারকা চাইনিজদের মতো চোখ ছোট করে নকল করেন।
তবে খুব দ্রুতই ভাইরাল হয়ে যাওয়া ছবিটিতে ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে চীনের জনগন। এমনকি কেউ কেউ তাকে চীন থেকে বেরিয়েও যেতে বলেন।
এ প্রসঙ্গে লাভেজ্জি জানান, ‘চাইনিজ সুপার লিগের অনুরোধে আমরা মৌসুমের জন্য অফিসিয়াল ছবি তুলি। আমাদের অফিসিয়াল ফটোগ্রাফার দ্বারা নির্দেশনা দেওয়া হয়েছিল। যেখানে আমি চেয়েছিলাম মজার কিছু করে চেহারায় কিছুটা রসাত্মক ভঙ্গি আনতে। যেটা পরে বিনোদনের কোনো কাজে ব্যবহার করা হতো। ’
তিনি আরও বলেন, ‘চাইনিজদের অপমান করার কোনো ইচ্ছেই আমার ছিল না। আর আমার কোনো খারাপ ইচ্ছেও ছিল না। তবে এর জন্য আমি গভীরভাবে ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে এসব ব্যাপারে আমি আরও সচেতন হবো। ’
গত মৌসুমেই প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে চীনে পাড়ি দেন লাভেজ্জি। এখন পর্যন্ত দলের হয়ে ১৫ ম্যাচে দুটি গোল করেছেন তিনি। যেখান তার দলের বর্তমান অবস্থান চতুর্থ।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ১৫ মে, ২০১৭
এমএমএস