ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বর্ষসেরা কাভানি, সেরা উদীয়মান এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, মে ১৬, ২০১৭
বর্ষসেরা কাভানি, সেরা উদীয়মান এমবাপ্পে ফ্রেঞ্চ লিগে প্রথমবারের মতো বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে এডিনসন কাভানি/ছবি: সংগৃহীত

ফ্রেঞ্চ লিগে (লিগ ওয়ান) প্রথমবারের মতো বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন পিএসজির উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি। ২০১৬-১৭ মৌসুমের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মোনাকোর উঠতি ফ্রেঞ্চ স্ট্রাইকার কাইলিয়ান এমবাপ্পে।

গোলস্কোরিংয়ে ক্যারিয়ার সেরা মৌসুমের পুরস্কারস্বরূপ সেরার আসনে বসেন কাভানি। ৩৫ ম্যাচে সমান ৩৫টি গোল করেছেন।

মৌসুম শেষ হতে পিএসজির আরো একটি লিগ ম্যাচ বাকি। অন্যদিকে, মোনাকোর হয়ে উজ্জ্বল পারফরম্যান্সে ইউরোপিয়ান জায়ান্টদের নজর কাড়েন ১৮ বছর বয়সী এমবাপ্পে। লিগে ২৭ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ১৪ বার।

কাভানির স্বপ্নের মতো মৌসুমে টানা চার মৌসুম পর লিগ শিরোপা হাতছাড়া করেছে পিএসজি! দীর্ঘ ১৭ বছর পর অষ্টম ট্রফির স্বাদ পেয়েছে মোনাকো। পয়েন্ট টেবিলে ৩৬ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে এমবাপ্পের মোনাকো। বাকি দুই ম্যাচ হারলেও এক ম্যাচ বেশি খেলা পিএসজি শেষ ম্যাচ জিতলে পয়েন্ট সমান হবে ঠিক। কিন্তু, শিরোপা জেতার সুযোগ নেই। কারণ গোল ব্যবধানে ধরাছোঁয়ার বাইরে মোনাকো (যথাক্রমে +৭৩, +৫৬)।

ফ্রেঞ্চ লিগে মৌসুমের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন উঠতি স্ট্র‍াইকার কাইলিয়ান এমবাপ্পে/ছবি: সংগৃহীতজমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেন মোনাকোময়! বর্ষসেরা একাদশে মোনাকোরই ছয়জন জায়গা করে নেন। শিরোপা জেতানোর কারিগর ভেনেজুয়েলার লিওনার্দো জার্ডিম বর্ষসেরা কোচের স্বীকৃতি পেয়েছেন। সেরা গোলরক্ষকের পুরস্কারও মোনাকোর দখলে। দলের সাফল্যে মোড়ানো মৌসুমে ক্রোয়েশিয়ান গোলরক্ষক দানিজেল সুবাসিক গোলবার সুরক্ষিত রেখে অনবদ্য অবদান রাখেন।

ফ্রান্সের বাইরে খেলা ফ্রেঞ্চ ফুটবলারদের মধ্যে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চেলসি মিডফিল্ডার এন’গোলো কান্তে। গতবার মযার্দাপূর্ণ অ্যাওয়ার্ডটি অর্জন করেন অ্যাতলেতিকো মাদ্রিদের অ্যান্তোনি গ্রিজম্যান।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ১৬ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।