ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এএফসি থেকে আবাহনীর বিদায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এএফসি থেকে আবাহনীর বিদায় ছবি: সংগৃহীত

এএফসি কাপের মিশন শেষ হয়ে গেল দেশের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডের। মালদ্বীপের মাজিয়া স্পোটিংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলের ব্যবধানে হেরে গেছে আকাশ-নীল জার্সিধারীরা। 

এর আগে মাজিয়ার বিপক্ষে হোম ম্যাচে একই ব্যবধানে হেরেছিল আবাহনী।  প্রথম থেকেই রক্ষণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়ে খেলছিল মামুনরা।

প্রথমার্ধে দেয়াল গড়ে তুললেও ৫৬ মিনিটে এসে নিজেদের খাতা খুলে মাজিয়া। ফ্রি-কিক থেকে গোল করেন উমেইর। ৮৫ মিনিটে আরেকবার এগিয়ে যায় মালদ্বীপের শীর্ষ ক্লাবটি। ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে লক্ষভেদ করেন আবাহনীর জাল।

এই হারে আবাহনীর মিশন প্রায় শেষ হয়ে গেল। ৫ ম্যাচ খেলে একটি জয়ে ৩ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপের পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে দ্রাগো মামিচের শিষ্যরা। মাজিয়া ৪ ম্যাচ জিতে শীর্ষে অবস্থান করছে। এক ম্যাচ কম খেলে দুইয়ে ভারতের ব্যাঙ্গালুরু। তিনে মোহনবাগান।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ১৭ মে, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।