১৯৭৬ সালে সর্বপ্রথম খলিফা স্টেডিয়াম তৈরি করা হয়। তবে এবারের সংস্কারের পর আসন সংখ্যা দাঁড়ায় ৪০ হাজারে।
২০২২ বিশ্বকাপের আয়োজক কমিটি জানিয়েছে, দুর্দান্ত কুলিং প্রযুক্তি মাঠে ২৬ ডিগ্রি তাপমাত্রা ধরে রাখবে। এছাড়া গ্যালারিতে ২৪ থেকে ২৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে। যেখানে অনান্য কুলিং প্রযুক্তি থেকে এখানে প্রায় ৪০ শতাংশ এনার্জি কম খরচ হবে।
কাতারে মোট ১২টি স্টেডিয়ামে খেলা হওয়ার কথা রয়েছে। আর এখন পর্যন্ত একটির কাজ শেষ হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটি স্টেডিয়াম তৈরি হবে বলে আয়োজকদের বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ১৮ মে, ২০১৭
এমএমএস