ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাগুরায় সপ্তাহব্যাপী আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মে ১৮, ২০১৭
মাগুরায় সপ্তাহব্যাপী আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু মাগুরায় সপ্তাহব্যাপী আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

মাগুরা: মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে সপ্তাহব্যাপী আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে কলেজ মাঠে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মো. শাহাজ উদ্দীন।

এ সময় ক্রীড়া পতাকা ও কলেজের পতাকা উত্তোলন করেন- উপাধ্যক্ষ প্রফেসর মো. আমির হোসেন, স্টাফ কাউন্সিলের সম্পাদক আব্দুস সাত্তার, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ নেতৃবৃন্দসহ।

কলেজের ১৪টি অর্নাস বিষয়সহ ১৬টি দলে বিভক্ত হয়ে সপ্তাহব্যাপী এ খেলা শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় ডিগ্রি পাসকোর্স বিভাগ ১-০ গোলে বাংলা বিভাগকে পরাজিত করে। ২৬ মে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।