তবে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় লিচেস্টার সিটির কাছে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হেরে যায় স্পেনের ক্লাবটি।
এর আগে আর্জেন্টিনার কোচ পদে সাম্পাওলির নাম প্রায় ঠিক হয়েই ছিল।
সেভিয়া এক বিবৃতিতে উভয়পক্ষের সমঝোতার বিষয়টি নিশ্চিত করে। আগামী বৃহস্পতিবারের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে বলেও জানায় তারা।
২০১৫ সালে চিলিকে কোপা আমেরিকা জেতানো সাম্পাওলির নতুন দায়িত্বে মূল চ্যালেঞ্জ হবে আর্জেন্টিনাকে রাশিয়া বিশ্বকাপে নিয়ে যাওয়া। সরাসরি ২০১৮ বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় আছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলে দলটির অবস্থান এখন পাঁচে।
দক্ষিণ আমেরিকা থেকে প্রথম চারটি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম স্থানের দলটিকে বিশ্বকাপের টিকেট পেতে খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলটির সঙ্গে।
আগামী ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে এবং ১৩ জুন সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ২৭ মে, ২০১৭
এমএমএস