ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

ফুটবল

রিয়াল কিংবদন্তি পুসকাসের পাশে নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, মে ২৮, ২০১৭
রিয়াল কিংবদন্তি পুসকাসের পাশে নেইমার রিয়াল কিংবদন্তি পুসকাসের পাশে নেইমার-ছবি:সংগৃহীত

মৌসুমের একমাত্র শিরোপা কোপা দেল রে জিতে নিয়েছে বার্সেলোনা। আলাভেজের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করেন নেইমার। আর এ গোলের ফলে রিয়াল কিংবদন্তি ফেরেঞ্চ পুসকাসের পাশে দাঁড়ালেন ব্রাজিলিয়ান তারকা। এ নিয়ে টানা তিনটি ফাইনালেই গোলের রেকর্ড গড়লেন তিনি।

বার্সা ২০১৫ সালে অ্যাতলেটিক বিলবাওকে হারায়। আর ২০১৬ সালে হারায় সেভিয়াকে।

যেখানে প্রতিবারই গোলের দেখা পেয়েছেন নেইমার। পাশপাশি লুইস এনরিক শিষ্যরাও তুলে নেয় টানা তিনটি শিরোপা।  

এর আগে একমাত্র ফুটবলার হিসেবে পুসকাসই টানা তিনটি ফাইনালে গোল করেছিলেন। ১৯৬০ থেকে ১৯৬২ পর্যন্ত এই তিনটি শিরোপা নির্ধারণী ম্যাচে গোলের দেখা পান তিনি। তবে দু’বারই নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে শিরোপা খোয়া যায় গ্যালাকটিকোদের। সেভিয়ার বিপক্ষে জিতে একটি শিরোপা ঘরে তোলে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২৮ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।