প্রাক-মৌসুমের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বার্সা বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে। সেখানে মেরিল্যান্ডের ফেডএক্স ফিল্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয় কাতালানরা।
নিজেদের প্রথম ম্যাচেও বার্সা জয় পেয়েছিলো। সে ম্যাচে নেইমারেরই জোড়া গোলে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিলো বার্সা।
বুধবার রাতে হোসে মরিনহোর শিষ্যদের বিপক্ষে মাঠে নামে মেসি, নেইমার ও সুয়ারেজরা। আর মাঠে নেমে ম্যাচের প্রথমার্ধ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে খেলে। ম্যাচের দ্বাদশ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া মেসির শট ডান পোস্টে লাগায় এগিয়ে যেতে পারেনি স্প্যানিশ দলটি।
তিন মিনিট পর অপর প্রান্তে ম্যানইউ’র মিডফিল্ডার পল পগবার দূরপাল্লার শট বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকান বার্সা গোলরক্ষক ইয়াসপার সিলেসেন। তবে প্রথমার্ধের ৩১তম মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল আন্তোনিও ভালেন্সিয়া বিপদমুক্ত করতে ব্যর্থ হলে নেইমার বল নিয়ন্ত্রণে নিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে জালে পাঠান।
বিরতির তিন মিনিট আগে লুইস সুয়ারেসের অ্যাক্রোবেটিক ভলি ঠেকিয়ে ব্যবধান বাড়াতে দেননি ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। বিরতিতে গোলরক্ষক ছাড়া বাকি সবাইকে বদল করেন বার্সা কোচ। তবে ম্যাচে আর ফিরতে পারেনি মরিনহো শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ২৭ জুলাই, ২০১৭
এমএমএস