সুয়ারেজ আশা করছেন নেইমার বার্সা ছাড়বেন না। আর যদি সে স্পেন ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেয়, তবে সেটি ‘দুঃখের বিষয়’ হবে বলে মনে করেন সুয়ারেজ।
নেইমার ২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সায় পাড়ি জমান। পরের বছর ক্যাম্প ন্যু’তে আসেন সুয়ারেজ। এরপর থেকেই দু’জনের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বিশেষ করে লিওনেল মেসিকে নিয়ে তিনজন মিলে হয়ে যান ‘এমএসএন’ ত্রয়ী।
এদিকে গুঞ্জন ছড়াচ্ছে পিএসজিতে যেতে আগ্রহী নেইমার। আর বার্সার অনুশীলনে এক অনাকাঙ্খিত ঘটনায় এ খবরকে আরও উসকে দেয়। যেখানে দলের নতুন ফুটবলার নেলসন সেমেদোর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নেইমার।
সুয়ারেজ চাচ্ছেন নেইমার যেন বার্সাতেই থাকে। তবে নেইমারের নিজের মতামতের কাছে অসহায় উরুগুইয়ান তারকা। কেননা পিএসজি তো ২২২ মিলিয়ন ইউরোর প্রস্তাব মেনেই নেইমারকে দলে ভেড়াতে চাচ্ছে।
এ প্রসঙ্গে সুয়ারেজ বলেন, ‘যদি নেইমার বার্সা ছেড়ে দেয়, তবে এটা হবে দুঃখজনক। আমরা সবাই চাই সে থাকুক। সে বিশ্বের সেরা তিন ফুটবলারের একজন। তার সঙ্গে খেলে আমরা উপভোগ করি। ’
বার্সা প্রাক মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর জন্য প্রস্তুত হচ্ছে। রোববার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৭
এমএমএস