পরে সংবাদ সম্মেলনে কোন্তে বলেন, ‘জোসে মোরিনহোর কোচিংয়ে ২০১৫ সালে ইপিএল জিতেছিল চেলসি। কিন্তু পরের মৌসুমেই মুখ থুবড়ে পড়ে দল।
শুধু মোরিনহো নন, লিচেস্টার সিটিকে প্রথমবার চ্যাম্পিয়ন করার পরেও ক্লাদিও রানিয়েরি বরখাস্ত হওয়ার ঘটনাও মনে পড়ে গিয়েছে তার। কোন্তে বলেন, ‘রানিয়েরিকেও সরে যেতে হয়েছিল ব্যর্থতার দায় নিয়ে। তাই আমাদের এ বার অনেক বেশি সতর্ক থাকতে হবে। ’
আলভারো মোরাতাকে প্রথম একাদশে রেখে ৩-৪-৩ ফর্মেশনে ইন্টার মিলানের বিপক্ষে দল নামিয়েছিলেন কোন্তে। কিন্তু ইতালির দলটির বিরুদ্ধে কখনওই চেনা মেজাজে পাওয়া যায়নি চেলসি ফুটবলারদের।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোন্তে বলেন, ‘আমাদের দলে এ বছর প্রচুর তরুণ ফুটবলার। ওদের আরও সময় দিতে হবে। ’
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৭
এমএমএস