চেলসির মাতিককে কিনে নিল ম্যানইউ-ছবি:সংগৃহীত
চেলসির ডিভেন্সিভ মিডফিল্ডার নেমানজা মাতিককে দলে ভেড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের ওয়েবসাইটে এমনটি জানিয়েছে ম্যানইউ। আজ (১ আগস্ট) ২৯ বছরে পা দেওয়া এ তারকা রেড ডেভিলসদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন। তবে শর্ত সাপেক্ষে আরও এক বছরের মেয়াদ বাড়তে পারে।
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে দুই ধাপে ১২৩টি ম্যাচ খেলেছেন মাতিক। যেখানে চারটি গোল রয়েছে এ সার্বিয়ানের।
এদিকে ঠিক কতো দামে মাতিককে ম্যানইউ দলে নিয়েছে তা কোনো পক্ষই জানায়নি। তবে বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়। তার জন্য খরচ হয়েছে ৪০ মিলিয়ন ইউরো।
এবারের দল বদলের মৌসুমে এর আগে বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু ও সুইডেনের ডিফেন্ডার ভিক্তর লিন্দেলোফকে দলে নিয়েছে ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ০১ আগস্ট, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।