তাইতো আগেভাগেই ফিরছেন অনুশীলনে। প্রাথমিক প্ল্যান অনুযায়ী ফেরার কথা ছিল ৫ আগস্ট।
পর্তুগালের হয়ে কনফেডারেশন কাপ খেলায় ক্লাবের কাছ থেকে বাড়তি ছুটি উপভোগ করেন রোনালদো। মিস করেন প্রাক মৌসুমের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ (আইসিসি)। যেখানে তিনটি ম্যাচেই হারের লজ্জায় ডোবে রোনালদোবিহীন রিয়াল। শেষটা হয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হেরে।
বার্সার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ সামনে রেখে নিজেকে ঝালিয়ে নেওয়ার দিকে চোখ রাখছেন ৩২ বছর বয়সী রোনালদো। আগামী ১৩ আগস্ট ন্যু ক্যাম্পে প্রথম লেগে ও তিনদিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে শিরোপা নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ। লিগ চ্যাম্পিয়ন ও কোপা দেল বিজয়ীর মধ্যে সুপার কাপের লড়াই হয়।
ব্যর্থ আইসিসি ইভেন্টের পর এখন এমএলএস অল স্টারসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে যুক্তরাষ্ট্র ছাড়বে গ্যালাকটিকোরা। ৩ আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলা শুরু হবে। ম্যাসেডোনিয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে উয়েফা সুপার কাপের হাইভোল্টেজ ম্যাচ (৮ আগস্ট রাত সোয়া ৮টা) সামনে রেখে এটি নিজেদের প্রস্তুত করার উপলক্ষ।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ১ আগস্ট, ২০১৭
এমআরএম