ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

ফুটবল

সাফ ফুটবলে বাংলাদেশ যুবাদের উড়ন্ত শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, আগস্ট ১৮, ২০১৭
সাফ ফুটবলে বাংলাদেশ যুবাদের উড়ন্ত শুরু ছবি: সংগৃহীত

নেপালে শুরু হওয়া অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। ফয়সাল আহমেদের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে অসাধারণ জয় তুলে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।

দলের হয়ে অন্য গোলটি করেন নাজমুল বিশ্বাস। প্রথমার্ধেই তিন গোলের লিড নিয়ে লঙ্কানদের ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ যুবারা।

অসাধারণ পারফরম্যান্স উপহার দেন ফয়সাল।

গোল উৎসবের শুরুটা করেন ২৮ মিনিটে। চার মিনিট বাদে আবারো সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান। প্রথমার্ধের আগমুহূর্তে স্কোরশিটে নাম লেখান নাজমুল। ম্যাচের ৭৪ মিনিটের মাথা হ্যাটট্রিক পূরণ করেন ফয়সাল।

প্রসঙ্গত, দু’বছর আগে সিলেটে অনুষ্ঠিত অ-১৬ সাফ ফুটবলের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এক বছর কমিয়ে এবার টুর্নামেন্টের নামকরণ করা হয় অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১৮ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।