বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে লক্ষ্মীপুর সদরকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কমলনগর। আপরদিকে, রামগতিকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রায়পুর।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হোমায়রা বেগম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এসআরএস