ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে বার্সার প্রতিপক্ষ দুর্বল মালাগা। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এ মৌসুমে লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচই হারেনি বার্সা। প্রথম সাত ম্যাচের তো সবকটিতেই জয় তুলে নিয়েছিলো স্প্যানিশ জায়ান্টরা। সর্বশেষ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্র করে। ফর্মে থাকা আর্জেন্টাইন অধিনায়ক মেসি এই আট ম্যাচে করেছেন ১১টি গোল। লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।
প্রায় উল্টো অবস্থানে মালাগা। লিগে এখন পর্যন্ত কোনো জয়ের দেখাই পায়নি দলটি। আট ম্যাচের সাতটিতেই হার, এক ম্যাচে ড্র। ২০ দলের এ টুর্নামেন্টে বর্তমানে দলটির অবস্থান সবার শেষে।
এ ম্যাচে তাই মালাগার বিপক্ষে ফের বড় একটি জয়ের আশা করতে পারে বার্সা। যেখানে আগের আট ম্যাচে দুটিতে (৫-০ এপানিওল ও ৬-১ এইবার) বড় ব্যবধানে জিতেছে। দুটি ম্যাচেই আবার হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মেসি। তাই সমর্থকরা হয়তো পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর কাছ থেকে আরও একটি দুর্দান্ত পারফর্ম দেখার অপেক্ষায় আছেন।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭
এমএমএস