ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

বড় জয়ে মাঠ ছাড়লো পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫২, নভেম্বর ১৯, ২০১৭
বড় জয়ে মাঠ ছাড়লো পিএসজি ছবি:সংগৃহীত

ফ্রেঞ্চ লিগ ওয়ানে নানতেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। দলের হয়ে জোড়া গোল করেন এডিনসন কাভানি। এছাড়া একটি করে গোল পান অ্যাঙ্গেল ডি মারিয়া ও হাভিয়ার পাস্তোরে।

এদিন ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে নানতেসকে আতিথিয়েতা জানা পিএসজি। তবে দুর্দান্ত খেলে প্রতিপক্ষকে হারিয়ে দেয় উনাই এমরির শিষ্যরা।

ম্যাচের ৩৮ মিনিটে গোল করে দলের লিড নেন কাভানি। আর চার মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে পাস্তোরে আরও একটি গোল করেন। আর ৭৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে বড় জয় নিশ্চিত করেন উরুগুয়ে স্ট্রাইকার কাভানি।

খেলার ৬০ মিনিটে অবশ্য প্রতিপক্ষের নাকুলমা একটি গোল পরিশোধ করেন। তবে পিএসজির জয়ে কোনো প্রভাব পড়েনি।

১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। মোনাকো ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।