ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নাক ভেঙে ৩ মাস খেলেছিলেন রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
নাক ভেঙে ৩ মাস খেলেছিলেন রামোস ছবি:সংগৃহীত

ফুটবল মাঠে চমৎকার খেলা প্রদর্শনটাই স্বাভাবিক। তবে মাঝে মধ্যে ব্যতিক্রমও দেখা যায়। কখনো দু’দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। আবার কখনো অনাকাঙ্খিতভাবে ঘটে যায় দুর্ঘটনা।

প্রায় এক দশক আগে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গিয়ে নাক ভেঙে ফেলেছিলেন বর্তমান অধিনায়ক সার্জিও রামোস। সে ঘটনার পর তিন মাস কোনো ধরনের অস্ত্রপচার ছাড়াই নিয়মিত খেলেন তিনি।

ঘটনাটি ২০০৭ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। সেবার বাভারিয়ানদের রয় ম্যাককের সঙ্গে ধাক্কা লেগে নাক ভেঙে ফেলেন ডিফেন্ডার রামোস। মজার কথা, এ ম্যাচের তিন দিন পর বার্সেলোনার বিপক্ষে ক্যাম্প ন্যু’তে এল ক্লাসিকো ম্যাচে গোল করেছিলেন নাক ভাঙা রামোস।

দীর্ঘ এক দশক পর আবারও নাক ভাঙলেন রামোস। এবার মাদ্রিদ ডার্বিতে (রোববার, ১৯ নভেম্বর) ঘটলো এমন ঘটনা। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৩৭ মিনিটে হেড করতে গিয়ে প্রতিপক্ষের ফরাসি ডিফেন্ডার লুকাস এরনদেজের পায়ে লেগে নাকে ব্যথা পান তারকা ফুটবলার। প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রথমার্ধের বাকি সময় তিনি খেলা চালিয়ে গেলেও বিরতির পর আর তাকে নামাননি কোচ জিদান।

ম্যাচ শেষে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল। এ ড্রয়ে শীর্ষে থাকা বার্সা থেকে লিগে ১০ পয়েন্ট পিছিয়ে রিয়াল-অ্যাতলেটিকো দু’দলই। ১২টি ম্যাচ শেষে রিয়াল ও অ্যাতলেটিকো দু’দলেরই সমান ২৪ পয়েন্ট। লিগে অবস্থান যথাক্রমে তিন ও চার। সমান ম্যাচে অপরাজিত বার্সা ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভ্যালেন্সিয়া।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।