ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানসিটির জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
ম্যানসিটির জরিমানা ছবি:সংগৃহীত

এফএ কাপে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে ম্যানচেস্টার সিটির কোচ ও খেলোয়াড়দের দৃষ্টিকটু আচরণ চোখে পড়েছিল। যে ম্যাচে হেরে আবার বিদায় নিতে হয় ম্যানসিটিকে।আর দলের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় ইংলিশ এই ক্লাবকে ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। অভিযুক্ত করা হয়েছে উইগানকেও।

সেই ম্যাচে উইগান মিডফিল্ডার ম্যাক্স পাওয়ারকে ফাউল করে লাল কার্ড দেখেন সিটির ফ্যাবিয়ান ডেলফ। ঠিক সেই সময়ই ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা উইগান কোচ পল কুকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন।

ম্যাচ শেষ হওয়ার পর উইগানের মাঠে দর্শকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। কিন্তু এ ঘটনায় আলাদা কোনো ব্যক্তি বা স্টাফকে শাস্তি দেয়া হয়নি। দুই কোচের বিতর্কে জড়ানোর ব্যাপারটিও অস্বীকার করেছেএফএ। তারা জানিয়েছে, আচরণভঙ্গের মতো কিছু হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।