ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অবসর ভেঙে আর্জেন্টিনার বিপক্ষে ফিরছেন বুফন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
অবসর ভেঙে আর্জেন্টিনার বিপক্ষে ফিরছেন বুফন ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত বদলে ইতালি দলে ফিরেছেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তাকে রেখেই আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে আজ্জুরিরা।

বিশ্বকাপে উঠতে ইতালির ব্যর্থতার পর চোখের জলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪০ বছর বয়সী বুফন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না ২০০৬ বিশ্বকাপ জয়ী।

জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারটা আরেকটু লম্বা করতে চান জুভেন্টাস আইকন।

ছবি: সংগৃহীত১৭৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বুফনকে আবারো দেখা যাবে ইতালির গোলবারের নিচে। সব ঠিক থাকলে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে প্রত্যাবর্তন হবে তার।

আগামী ২৩ মার্চ ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে আলবেসিলিস্তেদের মোকাবিলা করবে ইতালি। চারদিন পর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ১৮ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।