কিন্তু মজার কথা কোনো বিশেষ কারণে নয়, বরং সংবাদমাধ্যম থেকে নিজের পায়ের ইনজুরি লুকোতেই এমনটি করেছিলেন রোনালদো।
১৬ বছর আগে বিশ্বকাপে কি অসাধারণ ফুটবলই না খেলেছিল ব্রাজিল।
এক সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘সে সময় আমার পায়ে একটি ইনজুরি ছিল এবং এটি নিয়ে সবাই আলোচনা করছিল। পরে আমি চুল কাটার সিদ্ধান্ত নেই এবং কিছুটা চুল রেখে দেই। আমি অনুশীলনে এসেছিলাম ও সবাই আমার খারাপ চুলের কাট দেখেছিল। ’
তিনি আরও বলেন, ‘সবাই আমার চুল নিয়ে আলোচনা করছিল এবং ইনজুরির কথা ভুলে গিয়েছিল। তখন আমি নিশ্চিন্ত মনে অনুশীলনে মন দিতে পেরেছিলাম। যদিও আমি এমন চুল নিয়ে গর্বিত ছিলাম না, কেননা এটি ছিল বেশ অদ্ভুত। তবে এটা সবার ফোকাস পরিবর্তনে সাহায্য করেছিল। ’
রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অবশ্য ২০০২ সালের পর আর বিশ্ব মঞ্চের ট্রফি জিততে পারেননি। কিন্তু রোনালদো মনে করেন, বর্তমান কোচ তিতের অধীনে আসছে রাশিয়া বিশ্বকাপে ফের সেলেকাওদের উদযাপন দেখা যাবে।
জাতীয় দলের হয়ে ৯৮ ম্যাচে ৬২ গোল করা রোনালদো ফেভারিটদের মধ্যে জার্মানি, স্পেন ও ফ্রান্সের কথা জানান। তবে তিনি নিজ দেশ ব্রাজিলকে নিয়ে বেশ আশাবাদী।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৮
এমএমএস