ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

কিশোরগঞ্জে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
কিশোরগঞ্জে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন ইউএনও আবুল কালাম আজাদ। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ টুর্নামেন্টের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফা আখতার, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, নুরুজ্জামান, আফজালুল হক, নিলুফা ইয়াসমিন ও আতাউর রহমান প্রমুখ।  

এ সময় ইউনিয়ন পর্যায়ের চ্যাম্পিয়ন আটজন বালক ও আটজন বালিকা দল খেলায় অংশগ্রহণ করেন।  

সভা শেষে ইউএনও আবুল কালাম আজাদ এ খেলার উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।