বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাফুফে’র সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, সেরা দল নিয়েই বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গেছে বাংলাদেশ। তিনি বলেন, ‘বাংলাদেশ দলের আজকের যে টিমটা গঠন করা হয়েছে তারা সবাই নতুন।
সাফল্যের ধারাবাহিতকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে আরও ভালো করবে বাংলাদেশ, এমনটাই মনে করেন বাফুফে সভাপতি, ‘আমি আশা করি বর্তমানে যারা জাতীয় দলে আছেন তারা ভালো করবে। ফুটবলটা এখন অন্য পর্যায়ে পৌঁছে গেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী চার-পাঁচ বছরের মধ্যে তারা বাংলাদেশের ফুটবলের জন্য খুই ভালো ফলাফল নিয়ে আসবে। ’
তিনি বলেন, 'আমাদের বিশ্বকাপ বাছাইপর্বের খেলোয়াড়েরা একেবারে নতুন। তাদের অনেকেই বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট থেকে এসেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনের কারণে আজ গ্রাম থেকে বাছাই করে আনা সম্ভব হচ্ছে। আগামী চার-পাঁচ বছরে এসব খেলোয়াড়ের মাধ্যমে ভালো কিছু আসবে। '
আগামী ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা। এই গ্রুপে বাংলাদেশের বাকি প্রতিপক্ষরা হলো কাতার, ওমান ও ভারত।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
আরএআর/এমএইচএম