ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর দেশ থেকে মেসির সতীর্থ আনল বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
রোনালদোর দেশ থেকে মেসির সতীর্থ আনল বার্সা ফ্রান্সিসকো ত্রিনকাও/ছবি: সংগৃহীত

শেষ হয়েছে জানুয়ারির দলবদল। আর এই দলবদলের বাজার থেকে খালি হাতেই ফিরবে বার্সা, এমনটাই ভাবা হচ্ছিল। তবে শেষদিনে কিছুটা চমক দিয়েই ব্রাগা থেকে পর্তুগিজ উইঙ্গার ফ্রান্সিসকো ত্রিনকাওকে কিনে নিল কাতালান জায়ান্টরা।

২০ বছর বয়সী ত্রিনকাওকে কিনতে ৩১ মিলিয়ন ইউরো খরচ করেছে বার্সেলোনা। তবে তাকে পেতে ২০২০ সালের ১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অর্থাৎ, চলতি মৌসুম শেষে মেসিদের সঙ্গী হবেন রোনালদোর দেশের এই তরুণ তারকা।

ত্রিনকাওর সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ ৫ বছর। তবে রিলিজ ক্লজ রীতিমত আকাশছোঁয়া (৫০০ মিলিয়ন ইউরো)। বার্সায় তার চেয়ে বেশি বাই-আউট ক্লজ আছে শুধু আঁতোয়া গ্রিজম্যান (৮০০ মিলিয়ম ইউর) ও মেসির (৭০০ মিলিয়ন ইউরো)।

চোখ কপালে তোলার মতো এই রিলিজ ক্লজের পেছনের কারণ আসলে এই তরুণের আক্রমণভাগের যেকোনো জায়গায় খেলার সামর্থ্য। তবে ডান উইংয়েই তার দক্ষতা বেশি। তিনিও মেসির মতো বাঁ পায়ের খেলোয়াড়। তার সবচেয়ে দক্ষতার একটি হলো ড্রিবলিং।

ব্রাগার হয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলেছেন ত্রিনকাও। চলতি মৌসুমে তিনি ২১ ম্যাচ খেলে করেছেন ৩ গোল, অ্যাসিস্ট আছে ৬টি।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।