ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

মাথেয়াসকে কিনেই রোনালদোর ক্লাবে পাঠাল বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, ফেব্রুয়ারি ১, ২০২০
মাথেয়াসকে কিনেই রোনালদোর ক্লাবে পাঠাল বার্সা মাথেয়াস ফার্নান্দেস

ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মিডফিল্ডার মাথেয়াস ফার্নান্দেসের সঙ্গে চুক্তি করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বার্সেলোনা। কিন্তু ব্রাজিলিয়ান তারকা ক্যাম্প ন্যু'কে চেনার সুযোগই পেলেন না। তার আগেই মাথেয়াসকে ধারে সেলেকাওদের সাবেক স্ট্রাইকার রোনালদো নাজারিও’র ক্লাব রিয়াল ভায়োদোলিদে পাঠিয়ে দিয়েছে কাতালানরা।

মাথেয়াস বার্সায় যোগ দেবেন জুলাইয়ে। তার আগে চলতি মৌসুম শেষ হওয়া পযর্ন্ত থাকবেন ভায়োদোলিদে।

২১ বছর বয়সী এ তারকার সঙ্গে ৭ মিলিয়ন ইউরো পাশাপাশি পরিবর্তনীয় আরও ৩ মিলিয়ন ইউরোতে ৫ পাঁচ বছরের জন্য চুক্তি করেছে বার্সা। চুক্তিটা কম অঙ্কের হলেও মাথেয়াসের নামের পাশে ৩০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ বসিয়ে দিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।

মাথেয়াসের এখনও ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয়নি। তবে বসয়ভিত্তিক দলে প্রতিনিধিত্ব করেছেন তিনি। তার পেশাদারি ক্যারিয়ার শুরু হয় ২০১৬ সালে, ব্রাজিলের ক্লাব বোতাফোগোতে। গত বছর যোগ দেন পালমেইরাসে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।