ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সায় ফিরতে চায় নেইমার: মেসি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
বার্সায় ফিরতে চায় নেইমার: মেসি  নেইমার ও মেসি

লিওনেল মেসির ছায়া থেকে বের হতে নেইমার বার্সেলোনা ছেড়ে ভুল করেছিলেন কিনা সে প্রশ্ন তোলা থাক। তবে ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে যখন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফরাসি ক্লাব পিএসজি’তে যোগ দিলেন তখন স্বাভাবিকভাবে বিষয়টিতে নাখোশ ছিল কাতালানরা। 

যে উদ্দেশ্যে নেইমার ফ্রান্সে গেলেন সেখানে সফলতার চেয়ে তার ব্যর্থতার গ্রাফটাই ছিল উর্ধ্বমুখি। একের পর এক চোটের পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৭ বছর বয়সী ফরোয়ার্ড ইতোমধ্যে মুখোমুখি হয়েছেন তিক্ত অভিজ্ঞতার।

 

যার কারণে চলতি মৌসুম শুরুর আগে পার্ক দে প্রিন্সেস ছেড়ে ফের ক্যাম্প ন্যুয়ে ফিরতে চেয়েছিলেন নেইমার। তার সাবেক সতীর্থ মেসিও চেয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার ফিরে আসুক বার্সায়। কিন্তু পিএসজি ছাড়েনি নেইমারকে। কয়েক দফা বৈঠক শেষেও সেলেকাও তারকার ফেরা হয়নি স্পেনে।  

তবে এখনও পুরনো ঠিকানায় ফেরার আশা ছাড়েননি নেইমার। এমনকি মেসিও আশায় আছেন তার। সাবেক সতীর্থকে পুনরায় পাশে পেলে যে খুশি হবেন, সে ব্যাপারে একমত কাতালান অধিনায়ক। সেই সঙ্গে জাতীয় দলের সতীর্থ লওতারো মার্তিনেজের প্রশংসা করে ইঙ্গিতে জানিয়ে দিলেন ইন্টার মিলান ফরোয়ার্ডকেও ক্যাম্প ন্যুয়ে চান তিনি।  

স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপার্তিভো’কে কোনো রাখডাক না রেখেই মেসি বলেন, ‘আমি অনেকবার বলেছি, স্পোর্টস লেভেলে, নেই (নেইমার) বিশ্ব সেরাদের একজন এবং আমি তার ফিরে আসাকে ভালোবাসবো। ’ 

আর্জেন্টাইন ফরোয়ার্ড আরও বলেন, ‘সে সত্যিকারার্থে ফিরে আসতে চায়, সে সবসময় দুঃখ প্রকাশ করেছে (বার্সা ছাড়ার পর)। সে অনেকবার ফেরার চেষ্টা করেছিল এবং এটাই হচ্ছে তার এখানে পৌঁছার প্রথম ধাপ। ’ 

নেইমারের বার্সা ছাড়ার সিদ্ধান্তে তার অনেক সতীর্থ তখন ক্ষুব্ধ ছিল। এমনকি বিরক্ত হয়েছিলেন খোদ মেসিও। তবে নেইমারের বিষয়টি বুঝেন বার্সা ফরোয়ার্ড। তাই তো ধীরস্থির চিত্তের অধিনায়ক বলেন, ‘লোকজন তাকে এভাবে দেখায় স্বাভাবিক। কারণ সে যে পন্থায় চলে গিয়েছিল তা আমাকেও খুব বিরক্ত করেছিল। আমরা তাকে বোঝাতে চেষ্টা করেছিলাম। কিন্তু দিনশেষে, আমরা সবকিছু জিততে চায় এবং সেরাদের চায়। ’ 

তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি, সে সেরাদের একজন এবং সে মাঠে আমাদের জন্য অবদান রাখতো। ’ 

মৌসুমের শুরুতে নেইমারকে ফেরাতে ব্যর্থ হয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজম্যানের সঙ্গে চুক্তি করে বার্সা। ফরাসি তারকাও দিনকে দিন দলে অবদান রেখে যাচ্ছেন। তবে কিকে সেঁতিয়েনের স্কোয়াডে এত তারকা সত্ত্বেও কাতালানরা হাত বাড়িয়ে রেখেছে মার্তিনেজের দিকেও।  

মেসিও চান তার আকাশী-নীল সতীর্থ ক্যাম্প ন্যুয়ে আসুক। কিন্তু ‘সোনার ডিম পাড়া হাঁস’ মার্তিনেজের নামের পাশে ১১১ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ বসিয়ে রেখেছে নেরাজ্জুরিরা!

যত বড় অঙ্কের রিলিজ ক্লজ থাকুক না কেন বার্সার সর্বেসর্বা মেসি আকার ইঙ্গিতে পরিস্কার করে দিলেন মার্তিনেজকে চান তিনি। স্বদেশি সতীর্থকে প্রশংসা করে ৩২ বছর বয়সী রেকর্ড ৬টি ব্যালন ডি’অরের মালিক বলেন, ‘সে অনন্য। তার চিত্তাকর্ষক অবস্থান আছে। তার মধ্যে বড় খেলোয়াড় হওয়ার গুণ আছে। সে শক্তিশালী এবং তার অনেক গোল আছে। ’ 

এরপর একটু ঠাট্টাচ্ছলে বার্সায় তার আরেক সতীর্থ উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের সঙ্গে মার্তিনেজের তুলনা করে বলেন, ‘আমার ইচ্ছে তারা সবাই আসবে এবং সবকিছুর জন্য লড়াই করবে। লওতারো’র সঙ্গে লুটেরা লুইসের মিল আছে। ’ 

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।