ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পুলিশের বিপক্ষে বসুন্ধরা কিংসের হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
পুলিশের বিপক্ষে বসুন্ধরা কিংসের হোঁচট বসুন্ধরা কিংসের গোল উদযাপন: ছবি-শোয়েব মিথুন

নবাগত দল উত্তর বারিধারাকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শুরু করেছিল বসুন্ধরা কিংস। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেয়েছে চ্যাম্পিয়নরা। এগিয়ে যাওয়ার পরও বাংলাদেশ পুলিশের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অস্কার ব্রুজোনের দল। 

বসুন্ধরা কিংসের পয়েন্ট বিসর্জন দিতে হয়েছে মূলত নিজেদের ভুলে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে পুলিশের বিপক্ষে আক্রমণের ঢেউ তুলেছিল বাংলাদেশ ফুটবলের অন্যতম পরাশক্তিরা।

 

কিন্তু একের পর পর এক আক্রমণ সত্ত্বেও কোনোভাবে পুলিশের জমাট রক্ষণভাগ ভাঙতে পারছিলেন না দেনিয়েল কলিন্দ্রেস-আখতাম নাজারভরা। গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় দু’দল।  

বল দখলের লড়াইয়ে কলিন্দ্রেস: ছবি-শোয়েব মিথুন তবে দ্বিতীয়ার্ধে গোলের অপেক্ষাটা আর বেশিক্ষণ স্থায়ী হয়নি বসুন্ধরা কিংসের। ৫৪ মিনিটে কোচ ব্রুজোনের মুখে হাসি ফোটান স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ।  

তবে বসুন্ধরা কিংস নিজেদের ভুলে ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৭৪ মিনিটে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জডিয়ে দেন ডিফেন্ডার নুরুল নাঈম ফয়সাল।

সমতায় ফিরে পুলিশ আবারও জমাট বাঁধে রক্ষণে। ম্যাচের বাকি সময় আক্রমণের ঝড় তুললেও সেই দেয়ালে আর ফাটল ধরাতে পারেনি বসুন্ধরা কিংস। রেফারির শেষ বাঁশি বাজার পর ব্রুজোনের শিষ্যরা মাঠ ছাড়ে পয়েন্ট ভাগাভাগি করে।  

ড্রয়ের পর মুখ জার্সিতে ঢেকে মাঠ ছাড়ছে বসু্ন্ধরা কিংসের এক খেলোয়াড়: ছবি-শোয়েব মিথুনএই ড্রয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সাঈফ স্পোর্টিং ক্লাব। ১ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।