ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনা: ৪ মাসের বেতন নেবেন না রোমার ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
করোনা: ৪ মাসের বেতন নেবেন না রোমার ফুটবলাররা এএস রোমার তারকারা: ছবি-সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংকটের সময় ক্লাবকে সাহায্য করার জন্য ৪ মাসের বেতন নেবেন না ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব এএস রোমার ফুটবলাররা। 

করোনার কারণে সিরি’আ স্থগিত রয়েছে ০৯ মার্চ থেকে। চলতি মৌসুম পুনরায় শুরু হবে কিনা তা এখনও অনিশ্চিত।

এক মাসেরও অধিক সময় ধরে ফুটবল স্থগিত থাকায় বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। বিভিন্ন ক্লাব হাঁটছে খেলোয়াড়দের পারিশ্রামিক হ্রাসের পথে। সেই পথে এবার পুরো ৪ মাসের বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘রোমান গ্লাডিয়েটর’রা।  

রোববার (১৮ এপ্রিল) রোমা এক বিবৃতিতে জানায়, মার্চ এবং জুন মৌসুমের সময়সূচির বেতন নেবে না তাদের খেলোয়াড়রা।  

রোমা আরও জানায়, তাদের খেলোয়াড়রা ক্লাবের অন্যান্য কর্মীদের বেতন চালু রাখবে। এছাড়া ক্লাবের ব্যবস্থাপনা কর্মকর্তারা তাদের আয়ের একটা অংশ নেবেন না।  

ক্লাবের প্রধান নির্বাহী গুইদো ফিয়েঙ্গা বলেন, ‘রোমায় আমরা সবসময় একতার কথা বলি এবং খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মৌসুমের বেতন হ্রাসের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি। আমরা সবাই প্রমাণ করেছি, আমরা একসঙ্গে আছি। ’ 

তিনি আরও বলেন, ‘এডিন জেকো (অধিনায়ক), সকল খেলোয়াড় এবং পাওলো ফোনসেকা (কোচ) দেখিয়েছেন যে, তারা বুঝেছেন ক্লাব কিসের জন্য দাঁড়িয়েছে এবং আমরা ক্লাবের সকল অসাধারণ ব্যক্তিত্বদের তার জন্য ধন্যবাদ জানায়। ’ 

রোমা ছাড়াও সিরি’আ লিগের অন্যান্য ক্লাব জুভেন্টাস, পার্মা এবং কালিয়ারির খেলোয়াড়রাও বেতন হ্রাসে রাজি হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।