ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

ফুটবল

করোনা: জন্মদিনের পার্টি করে সমালোচিত রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, এপ্রিল ২১, ২০২০
করোনা: জন্মদিনের পার্টি করে সমালোচিত রোনালদো

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ভিডিও ভাইরাল। যেখানে জুভেন্টাস তারকা তার ভাগ্নির জন্মদিন পালনে ব্যস্ত। সঙ্গে তার পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিল। আর বর্তমান করোনা ভাইরাস সংক্রমণের সময় রোনালদোর এমন আচরণে সমালোচকদের তোপের মুখে পড়েছেন তিনি।

রোনালদো এখন নিজ দেশ পর্তুগালে অবস্থান করছেন। তবে ইউরোপের এই দেশটিতে করোনার কারণে জরুরি অবস্থা বিরাজ করছে।

যেখানে দেশের জনগনকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে জন্মদিনের পার্টিতে অন্তত ১৮জনকে দেখা যায়। যেখানে রোনালদোর মা দোলোরেস অ্যাভেইরোও ছিলেন। গত ৩ মার্চ তিনি স্ট্রোক করেছিলেন।

এদিকে বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় শুরু হলে, রোনালদোর ভাগ্নি বিষয়টি নিয়ে জানান, পরিবার যখন কোয়ারেন্টিনে, তুমি তখন জন্মদিন পালন করতেই পারো।

ইতালিয়ান সিরিআ-তে খেলা রোনালদো গত ৯ মার্চ বান্ধবী জিওর্জিও রদ্রিগেসকে নিয়ে পর্তুগালে চলে আসেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।