ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ফুটবল

করোনায় ক্ষতিগ্রস্ত সদস্যদের ১৫০ মিলিয়ন দেবে ফিফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, এপ্রিল ২৫, ২০২০
করোনায় ক্ষতিগ্রস্ত সদস্যদের ১৫০ মিলিয়ন দেবে ফিফা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো

করোনা ভাইরাসে লণ্ডভণ্ড বিশ্বের ক্রীড়া খাত। বিশেষ করে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে বাজে প্রভাব পড়েছে। ফিফার তালিকাভুক্ত প্রতিটি দেশই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এবার নিজের সদস্যদের সাহায্যে এগিয়ে এলো খোদ ফিফা-ই। মহামারির ক্ষতি পুষিয়ে উঠতে মোট ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্ধ দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। বাংলাদেশি অর্থে যার মূল্য প্রায় ১ হাজার ২৭৪ কোটি টাকা।

শুক্রবার ফুটবলের গভর্নি বডি নিজেদের ২০২০ ও ২০১৯ সালের তহবিলের ব্যাপারটি জানায়। যেখানে বিশ্বব্যাপী ২১১টি সদস্য দেশকে এখান থেকে সাহায্য করা হবে।

দ্বিতীয় কিস্তিটি ২০২০ সালের জুলাই মাসে দেওয়ার কথা ছিল। তবে করোনার কারণে আগেই এটি দিতে যাচ্ছে ফিফা।

এই সাহায্যের ফলে প্রতিটি সদস্য দেশ অন্তত ৫ লাখ ডলার করে পাবে। আর অনুদান সঠিকভাবে যেন ব্যবহার করা হয় সে ব্যাপারেও কড়া নজরদারি থাকবে ফিফার। এছাড়া যেসব দেশ বেশি আর্থিক সঙ্কটে ভুগছে তাদের দিয়েই শুরু হবে এই অনুদান কার্যক্রম।

এ ব্যাপারে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এই মহামারিটি পুরো ফুটবল বিশ্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ফিফার দায়িত্বে মধ্যেই পড়ে। ’

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।