ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

যেদিন একই দলে খেলেছিলেন ম্যারাডোনা-মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
যেদিন একই দলে খেলেছিলেন ম্যারাডোনা-মেসি মেসি ও ম্যারাডোনার একই দলের হয়ে খেলার একটি মুহূর্ত/ছবি: সংগৃহীত

লিওনেল মেসিকে প্রায়ই দিয়েগো ম্যারাডোনা সঙ্গে তুলনা করা হয়। দুই আর্জেন্টাইন কিংবদন্তি দুই প্রজন্মের প্রতিনিধি হলেও এই তুলনা কখনোই থামতে দেখা যায় না। কিন্তু এমন যদি হতো যে, দুজনেই একই দলের হয়ে খেলছেন, তাহলে ব্যাপারটা কেমন হতো? গুরু-শিষ্য হিসেবে দুজনকে এর আগে একই দলে দেখা গেলেও সত্যি সত্যিই দুজনকে সতীর্থ হিসেবে খেলতে দেখা গেছে।

২০০৫ সালের ২৩ ডিসেম্বর ঘটেছিল এই অবিস্মরণীয় ঘটনা। আর্জেন্টিনার এস্তাদিয়ো সিউদাদ দে লা প্লাতায় আন্তর্জাতিক ও স্থানীয় ফুটবল তারকাদের মধ্যে অনুষ্ঠিত হয় সেই ম্যাচটি, যেখানে কোচের ভূমিকায় দেখা গেছে মিগুয়েল আনহেল রুশো এবং পায়েদো ত্রোগলিওকে।

ওই ম্যাচে একই দলে খেলেছেন মেসি ও ম্যারাডোনা। ম্যাচের এক পর্যায়ে একজন আরেকজনকে পাস দিতেও দেখা গেছে। ম্যাচের শেষদিকে ১৮ বছর বয়সী মেসি একটা গোল করার সুযোগও পেয়ে যান। কিন্তু দারুণ দক্ষতায় তাকে গোলবঞ্চিত করেন গ্যাস্তোন সেসা।

শেষ পর্যন্ত ম্যাচটি ৫-৪ গোলে জিতে যায় আন্তর্জাতিক তারকাদের দল। মেসি ও ম্যারাডোনা ছাড়াও ওই ম্যাচে অংশগ্রহণ করেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন, হুয়ান রোমান রিকুয়েলমে, মার্সেলো গ্যারার্দো এবং হুয়ান পাবলো সোরিনের মতো তারকারা।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।