ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

২৪ ঘণ্টায় ১ লাখ মাস্ক বিক্রি করলো বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, এপ্রিল ২৬, ২০২০
২৪ ঘণ্টায় ১ লাখ মাস্ক বিক্রি করলো বায়ার্ন মিউনিখ মাস্ক পড়ে বসে আছেন কিমিচ ও গোরেৎজকা: ছবি-সংগৃহীত

সময়টা মাস্কের। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ থেকে বাঁচতে মাস্কের কোনো বিকল্প নেই। যার কারণে নিজেদের ক্লাবের রঙে মাস্ক বিক্রি করলো বায়ার্ন মিউনিখ। 

গত ২৪ ঘণ্টায় ক্লাবের লাল রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে ১ লাখ মাস্ক বিক্রি করেছে জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। অবশ্য নিজেদের আর্থিক লাভের জন্য জার্সির মতো মাস্ক বিক্রিতে নামেনি বাভারিয়ানরা।

 

অ্যালিয়েঞ্জ অ্যারেনার দুই তারকা জশুয়া কিমিচ ও লিওন গোরেৎজকার পরিকল্পনাতে ক্লাব সমর্থকদের কাছে মাস্ক বিক্রি করে বায়ার্ন। মাস্ক বিক্রি থেকে প্রাপ্ত সমস্ত অর্থ দান করা হবে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নামা সংস্থাগুলোকে।

মাস্কগুলো তৈরি হয়েছে বায়ার্নের স্কার্ফ (উত্তরীয়) থেকে। যেসব স্কার্ফ বিতরণ করার পরিকল্পনা ছিল চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগের সময়।  

বায়ার্নের মাস্ক শিশুদের জন্য বিক্রি করা হয়েছে ৫.৯৫ ইউরোয় (বাংলাদেশি মুদ্রায়  প্রায় ৫৪৭ টাকা)। আর বড়দের জন্য প্রতিটি মাস্কের দাম রাখা হয়েছে ৬.৯৫ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩৯ টাকা )।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।