ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ফুটবল

করোনাকে হারিয়ে দিলেন ফ্যাব্রেগাসের ৯৫ বছরের দাদী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, এপ্রিল ৩০, ২০২০
করোনাকে হারিয়ে দিলেন ফ্যাব্রেগাসের ৯৫ বছরের দাদী ফ্যাব্রেগাস ও তার দাদী

৯৫ বছর বয়সে করোনা ভাইরাসকে (কোভিড-১৯) হারিয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন ফরাসি ক্লাব এএস মোনাকো মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাসের দাদী। দাদীর সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ৩২ বছর বয়সী স্প্যানিশ তারকা।

এই মাসের শুরুর দিকে সাবেক বার্সেলোনা-আর্সেনাল ও চেলসি মিডফিল্ডার জানান, দাদীর করোনায় আক্রান্ত হওয়ার খবরটি। চিকিৎসার জন্য নিজ শহর বার্সেলোনার অ্যারেনিস দে মাসের এক নার্সিং হোমে ভর্তি করা হয় ফ্যাব্রেগাসের দাদীকে।

বুধবার (২৯ এপ্রিল) বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দাদীর করোনাকে হারিয়ে দেওয়ার খবরটি জানিয়ে দেন। নিজের অফিসিয়াল টুইটারে ফ্যাব্রেগাস লিখেন, ‘৯৫ বছর বয়সে তিনি (দাদী) করোনা ভাইরাসকে জয় করেছেন। গতকাল সব পরীক্ষা নেগেটিভ এসেছে। ’ 

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।