ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বুকের ব্যথায় হাসপাতালে সাবেক বার্সা ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মে ৪, ২০২০
বুকের ব্যথায় হাসপাতালে সাবেক বার্সা ডিফেন্ডার রোনাল্ড কোম্যান

বুকের ব্যথা নিয়ে রাজধানী আমস্টারডামের এক হাসপাতালে ভর্তি হয়েছেন নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের প্রধান কোচ রোনাল্ড কোম্যান। 

অবশ্য বর্তমানে আশঙ্কামুক্ত আছেন সাউদ্যাম্পটন ও এভারটনের সাবেক এ কোচ। কোম্যানের অ্যাজেন্ট জানিয়েছেন, জরুরি অবস্থায় ৫৭ বছর বয়সী সাবেক ডাচ ডিফেন্ডারের বুকে সার্জারি করতে হয়েছে।

তবে এখন তিনি ভালো আছেন।  

তিনি আরও বলেন, ‘সুস্থ হওয়ার জন্য তার অল্প কয়েকদিন বিশ্রামের দরকার হবে। আশা করি তাই মানা হবে। ’ 

কোম্যানের স্ত্রী বার্টিনা দৈনিক পত্রিকা দে টেলিগ্রাফ’কে বলেন, বাড়িতে হঠাৎ অসুস্থ অনুভব করায় তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

খেলোয়াড়ি জীবনে ডিফেন্ডার ও মিডফিল্ডার উভয় পজিশনে খেলা এই তারকা এর আগে সাউদ্যাম্পটন, এভারটন ছাড়াও আয়াক্স, পিএসভি আইন্দোফেন, বেনফিকা ও ভ্যালেন্সিয়ার মতো ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

পেশাদারি খেলোয়াড়ি জীবনে তিনি আয়াক্স, আইন্দোফেন ছাড়াও ১৯৮৯-৯৫ মৌসুম পযর্ন্ত ১৯২ ম্যাচ খেলেছেন বার্সেলোনার জার্সিতে। পরে কোম্যান কাতালানদের সহকারি কোচের দায়িত্বও পালন করেন।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।