ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ফুটবল

ইতালিতে ফিরলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, মে ৫, ২০২০
ইতালিতে ফিরলেন রোনালদো

জুভেন্টাসের অনুশীলনে যোগ দিতে প্রায় দুই মাস পর নিজ শহর মাদেইরা থেকে ইতালির তুরিনের ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে করোনা ভাইরাসের কারণে ইতালিয়ান ফুটবল লিগ সিরিআ স্থগিত হলে গত ৯ মার্চ পর্তুগালে এসে হোম কোয়ারেন্টিনে ছিলেন তিনি।

পর্তুগালের স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, নিজের ব্যক্তিগত জেট গাল্ফস্ট্রিম জি ২০০ গ্যালাক্সিতে সন্ধ্যা ৭টায় সিআর সেভেন ইতালির পথে রওনা হন।

ইতালিতে এখন রোনালদেোকে আবার ১৪ দিনে সেলফ-আইসোলেশনে থাকতে হবে।

পরে ১৮ মে থেকে দলের অনুশীলনে যোগ দেবেন।

এর আগে জুভেন্টাসের বেশ কয়েকজন ফুটবলারের করোনা পজিটিভ হয়। যাদের মধ্যে পাওলো দিবালা, দানিয়েল রুগানি ও ব্লাইসে মাতুইদির নামও রয়েছে। আর সব ফুটবলারকে অনুশীলনের আগে ফের পরীক্ষা করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মে ০৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।