ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি নিলামে উঠছে ৯ মে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মে ৬, ২০২০
সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি নিলামে উঠছে ৯ মে নিজের সেই ঐতিহাসিক জার্সি হাতে সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান/ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের ঐতিহাসিক জার্সিটি নিলামে উঠছে আগামী ৯ মে রাত সাড়ে ১০টায়।

'অকশন ফর অ্যাকশন’র পরিচালনায় অনলাইনে হবে এই নিলাম।  

তৈয়ব হাসান তার ঐতিহাসিক জার্সিটি নিলামে তোলার ঘোষণা দেওয়ার পর ইতোমধ্যে সাতক্ষীরার ব্যবসায়ী শেখ তানজিম কালাম ২ লাখ টাকা ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু স্থানীয়ভাবে জার্সিটির দাম ৫ লাখ ৫৫ হাজার টাকা হাকিয়েছেন।

 

যদিও নিলামেই চূড়ান্ত হবে জার্সিটির মূল দাম। যার সবটাই ব্যয় করা হবে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য।

রেফারি তৈয়ব হাসান বলেন, 'জার্সিটি নিলামে তোলার ঘোষণার পর দেশ-বিদেশ থেকে ভালো সাড়া পেয়েছি। এরই মধ্যে সাতক্ষীরার দুজন ব্যবসায়ী এটি কিনতে চেয়েছেন। এশিয়ার কয়েকজন রেফারি এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই উদ্যাগকে স্বাগত জানিয়ে আমাকে বার্তা পাঠিয়েছেন। আশা করছি ৯ মে রাতে জার্সিটি ভালো মূল্যেই আমরা বিক্রি করতে পারব। '

নিলামে তোলার জন্য ঘোষিত জার্সিটি পরেই তৈয়ব হাসান ২০১৩ সালে কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফ ফুটবলের ফাইনাল পরিচালনা করেছিলেন। সেবারই প্রথম দক্ষিণ এশিয়ার কোনো রেফারি সাফ ফুটবলের ফাইনাল পরিচালনা করেন। সেই দিক থেকে তৈয়ব হাসানের এই জার্সিটির আলাদা গুরুত্ব রয়েছে।

তৈয়ব হাসান বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। টানা ১০ বছর এএফসির এলিট প্যানেলেও ছিলেন তিনি। ১৯৯৯-২০১৬ পর্যন্ত দীর্ঘ ১৮ বছরে ১০০ এর বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রশিক্ষক হিসেবে নতুন রেফারি তৈরিতে ভূমিকা রাখছেন এই কিংবদন্তি রেফারি।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মে ০৬, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।