ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রোনালদো-দিবালার গোলে জয় পেল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, জুলাই ১, ২০২০
রোনালদো-দিবালার গোলে জয় পেল জুভেন্টাস ছবি: সংগৃহীত

ইতালিয়ান ফুটবল লিগে জয় পেয়েছে জায়ান্ট জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদো, পাওলো দিবালা ও ডগলাস কস্তার গোলে জেনোয়াকে ৩-১ গোলে হারিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। এই জয়ে লিগ শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেছে সারি'র শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই জেনোয়াকে চেপে ধরে জুভেন্টাস। তবে প্রথমার্ধে গোলের দেখা পাননি রোনালদোরা।

বিরতির পর ৫০তম মিনিটে কুয়াদরাদোর পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতরে জায়গা করে নিয়ে কোনাকুনি শট করেন দিবালা। তার শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি গোলরক্ষক পেরিন।

৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। মিরালেম পিয়ানের বাড়ানো বল পেয়ে কিছুটা এগিয়ে ২৫ গজ দূর থেকে তার বুলেট গতির শট জালের ঠিকানা খুঁজে পায়। ৭৩তম মিনিটে ব্যবধান বাড়ান কস্তা। ডি-বক্সের বাইর থেকে কোনাকুনি শটে দারুণ এক গোল করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।  

৭৬তম মিনিটে জেনোয়ার আন্দ্রে পিনামোন্তি একটি গোল শোধ করলেও তা ব্যবধান কমানো ছাড়া কাজে আসেনি।  

এই জয়ে ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে সিরি আ'র পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জুভেন্টাস।

বাংলাদশ সময়: ১১৩২ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।