ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফিটনেস সমস্যাকে পেছনে ফেলে প্রস্তুত বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
ফিটনেস সমস্যাকে পেছনে ফেলে প্রস্তুত বাংলাদেশ অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল ও সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তপু বর্মন। ছবি: শোয়েব মিথুন

করোনার দীর্ঘ বিরতির পর আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে আবার মাঠে নামছে বাংলাদেশ। তবে মাঠে নামার আগে বড় চিন্তার বিষয় ছিল ফুটবলারদের ফিটনেস।

দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় ফুটবলারদের ফিটনেস ভালো ছিল না। বাংলাদেশ দলের ডিফেন্ডার তপু বর্মন জানিয়েছেন সেই শঙ্কা এখন আর নেই। দলের ফুটবলাররা এখন আগের থেকে অনেক বেশি ফিট।

বুধবার (১১ নভেম্বর) দলের অনুশীলন শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন তপু বর্মন। নেপালের বিপক্ষে ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেছে ফুটবল দল। ফিটনেসের ঘাটতি অনেকটাই পুষিয়ে গেছে বলে জানিয়েছে জাতীয় দলের এই ডিফেন্ডার। তাই নেপালের বিপক্ষে ভালো করার প্রত্যাশা তার।

তপু বর্মন বলেন, 'আমরা যখন শুরু করি, তখন আমাদের ভাবনায় ছিল নেপাল ম্যাচ। তো এখন আমরা মোটামুটি সবাই ৯০ থেকে ১০০ ভাগ প্রস্তুত। সবার ফিটনেস লেভেল আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। মানসিকভাবেও সবাই সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়েছে। আশা করি, নেপালের বিপক্ষে ভালো ফল আসবে। '

তিনি আরও বলেন, 'আমার মনে হয়, ফুটবল দলগত খেলা। ১১ জন একসঙ্গে যদি শতভাগ দিতে পারি, তাহলে আপনাদের যেটা মনে হচ্ছে ১০ শতাংশ কমতি, এর প্রভাব ম্যাচে পড়বে না। আশা করছি, আমরা সবাই শতভাগ পারফরম্যান্স করতে পারব এবং ভালো একটা খেলা উপহার দেব। '

দলের প্রধান কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া আগেই জানিয়েছিলেন যে ফুটবলারদের ফিটনেসের অবস্থা ভালো না। তবে এই কয়েক দিনে সেটার উন্নতি হয়েছে।

তপু বলেন, 'প্রথম দিকে খেলোয়াড়ররা যে অবস্থানে ছিল, এ মুহূর্তে তার চেয়ে ভালো অবস্থায় আছে। কোচিং স্টাফরা আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছে, আমরা সে অনুযায়ী অনুশীলন করছি। আশা করি, আমরা ভালো করব। '

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বের ১১, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।