ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

অভিষেক ম্যাচে কলকাতা মোহামেডানের হয়ে জামাল ভূঁইয়ার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, জানুয়ারি ৯, ২০২১
অভিষেক ম্যাচে কলকাতা মোহামেডানের হয়ে জামাল ভূঁইয়ার জয়

দীর্ঘ দিন পর আই লিগে ওঠা কলকাতার মোহামেডান নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। আর এ দলে নিজের অভিষেক ম্যাচেই জয়ের স্বাদ নিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে শনিবার কলকাতা মোহামেডান লিগের উদ্বোধনী ম্যাচ দিল্লির দল সুদেভা মুনলাইটকে ১-০ গোলে হারিয়েছে।

এদিন প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৮ মিনিটে জয়সূচক গোলটি করেন কলকাতা মোহামেডানের ফয়সাল আলী। সুরাজ রাওয়াতের বাড়ানো বল ধরে ফয়সাল ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল করেন।

শুরুর একাদশে নামা জামাল ভূঁইয়া ৮৭ মিনিট পর্যন্ত খেলেন। আর ম্যাচে দারুণ কিছু পাস দিয়ে নিজের যোগ্যতার প্রমাণও দেন।

পশ্চিমবঙ্গের কল্যানী স্টেডিয়ামে আগামী ১৪ জানুয়ারি চার্লিস ব্রাদার্সের বিপক্ষে কলকাতা মোহামেডান নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।