ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মোরাতার জোড়া গোলে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
মোরাতার জোড়া গোলে জুভেন্টাসের জয়

আলভারো মোরাতার জোড়া গোলে পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে জুভেন্টাস। ইতালিয়ান সিরি’আ লিগে লাৎসিওকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।

শনিবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে দলের জয়ে অন্য গোলটি করেন আদ্রিওঁ রাবিও।

এদিন শুরুর একাদশে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখে নামে জুভেন্টাস। তবে খেলার ১৪তম মিনিটেই গোল খেয়ে বসে দলটি। দেজান কুলুসেভস্কির ভুল পাসে সফরকারীদের এগিয়ে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হোয়াকিন কোররেয়া।

৩৯তম মিনিটে সমতা ফেরে স্বাগতিকরা। মোরাতার পাস ডি-বক্সে পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন রাবিও।

বিরতির পর ৫৭তম ফেদেরিকো চিয়েসার পাস ধরে ডি-বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান এই স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। তিন মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে নিজের জোড়া গোল করে ব্যবধান বাড়ান তিনি। প্রতিপক্ষের ডি-বক্সে অ্যারন র‌্যামজি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ম্যাচের ৭০তম মিনিটে মোরাতাকে তুলে নিয়ে রোনালদোকে মাঠে নামান কোচ। যদিও কোনো বিশেষ ভূমিকা রাখতে পারেননি পর্তুগিজ অধিনায়ক।

লিগে ২৫ ম্যাচে ১৫ জয় ও সাত ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জুভেন্টাস। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে এসি মিলান দুইয়ে। ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান। লাৎসিও ৪৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে।

বাংলাদেশ সময়: ০৩৪৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।