ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

প্রথমার্ধের গোলে মোহামেডানের জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, মে ৮, ২০২১
প্রথমার্ধের গোলে মোহামেডানের জয় স্বস্তির জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে মোহামেডান। ছবি: মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কৌলিদিয়াতির একমাত্র গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর স্বস্তির এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে মোহামেডান।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে নামে দু’দল।

প্রথমার্ধের শেষ দিকে মোহামেডানের আক্রমণের ধার বাড়ায়। ৩৭তম মিনিটে হাবিবুর রহমান সোহাগের নেওয়া কর্নারে দূরের পোস্টে থাকা কৌলিদিয়াতির হেডে জয়সূচক গোল আদায় করে মোহামেডান।

লিগে ১৫ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে মোহামেডান। দুই লেগ মিলিয়ে পঞ্চম হারের স্বাদ পাওয়া শেখ রাসেল ২৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে পঞ্চম স্থানে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ০৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।