ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

বার্সাকে আরও পেছনে ফেললো অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, মে ১৩, ২০২১
বার্সাকে আরও পেছনে ফেললো অ্যাতলেটিকো

লা লিগার শিরোপা লড়াইটা এবার বেশ জমে উঠেছে। ৩৬তম রাউন্ডে এসেও মীমাংসা হয়নি শিরোপার।

এখনো অ্যাতলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে যে কারো হাতে উঠতে পারে শিরোপা।

তবে আগের দিন লেভান্তের বিপক্ষে ড্র করে পয়েন্ট খোয়ানো বার্সার সঙ্গে ব্যবধান বাড়ানোর সুযোগটা দারুণভাবে কাজে লাগাল অ্যাতলেটিকো। যেখানে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে এগিয়ে গেল দিয়েগো সিমিওনের শিষ্যরা।

ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপলিতানোতে বুধবার রাতে ইয়ানিক কারাসকোর গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান আনহেল কোররেয়া।

ঘরের মাঠে এদিন খেলার প্রথম আধা ঘণ্টাতেই স্কোরলাইন ২-০ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গত শনিবার বার্সেলোনার মাঠে গোলশূন্য ড্র করা আতলেটিকো। ষোড়শ মিনিটে মার্কোস ইয়োরেন্তের পাস পেয়ে নিচু শটে দলকে এগিয়ে নেন বেলজিয়ান মিডফিল্ডার কারাসকো। ২৮তম মিনিটে লুইস সুয়ারেসের থ্রু বল ধরে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড কোররেয়া।

৮৩তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ইগোর সুবেলদিয়া ব্যবধান কমালে নাটকীয়তার আভাস মেলে। তবে বাকিটা সময় ব্যবধান ধরে রেখে চওড়া হাসিতে মাঠ ছাড়ে সবশেষ ২০১৩-১৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা।

শিরোপা লড়াইয়ে মূল দুই প্রতিদ্বন্দ্বীর একটি বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল আতলেটিকো। অবশ্য বৃহস্পতিবার গ্রানাদার বিপক্ষে জিতলে বার্সাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসবে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিকোর সঙ্গে পয়েন্টের ব্যবধান থাকবে মাত্র ২।

লিগে ৩৬ ম্যাচে ২৪ জয় ও আট ড্রয়ে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো। বার্সেলোনার পয়েন্ট ৭৬। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৭৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ১৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।