ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নিলামে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
নিলামে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার হাত দিয়ে গোল করার সেই মুহূর্তটি বিশ্ব ফুটবলে বেশ আলাদাভাবে দাগ কেটে আছে । সেবার ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোলের সেই ম্যাচে তার সেই গোলটি ফুটবল বিশ্বে হ্যান্ড অব গড নামেও পরিচিত।

সেই ম্যাচে আর্জেন্টিনার যে জার্সি পরে ম্যারাডোনা মাঠ মাতিয়েছিলেন সেটা নিলামে উঠেছে।

এই নিলামের ব্যবস্থা করেছে সাউথবাই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রায় চার মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ পাওয়া যাবে। অনলাইনে নিলাম চলবে ২০ এপ্রিল পর্যন্ত।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের পর ইংলিশ মিডফিল্ডার স্টেভ হজের সঙ্গে এই জার্সি বদল করেন ম্যারাডোনা। এর পর থেকে ঐতিহাসিক জার্সিটি স্টেভের কাছেই সংরক্ষিত ছিল।  যা পরে ম্যানচেস্টারে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের জাদুকরে সংগ্রহ করে রাখা হয়।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।