ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ফুটবল

১০০ মিলিয়ন ইউরোয় লিভারপুলে নুনেজ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, জুন ১২, ২০২২
১০০ মিলিয়ন ইউরোয় লিভারপুলে নুনেজ!

একদিন আগেও যা ছিল সম্ভাবনা, আজ তা বাস্তবে রূপ পেল। বেনফিকা থেকে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি'তে দারউইন নুনেজকে দলে ভেড়ালো লিভারপুল।

ফলে অলরেডদের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হতে যাচ্ছেন এই উরুগুইয়ান স্ট্রাইকার।  

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক টুইটে এমনটাই দাবি করেছেন। টুইটে তিনি জানিয়েছেন, গতকাল শনিবার পর্তুগালে লিভারপুল, বেনফিকা ও নুনেজের প্রতিনিধি মিলে চূড়ান্ত বৈঠকে বসেছিলেন। সেখানেই সব পক্ষের মধ্যে মতৈক্য হয়েছে। এরপর আজ রোববার চুক্তি স্বাক্ষরও হয়ে গেছে। আগামীকাল মঙ্গলবার আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

রোমানোর দেওয়া তথ্যমতে, ট্রান্সফার ফি বাবদ বেনফিকাকে ৮০ মিলিয়ন ইউরো দেবে লিভারপুল। সেই সঙ্গে ২০ মিলিয়ন বোনাসও রয়েছে। চুক্তির কিছু অংশ পাবে তার সাবেক ক্লাব আলমেরিয়াও। নুনেজদের সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ ৬ বছর, অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত। প্রতি বছর বেতন হিসেবে ১২ মিলিয়ন ইউরো পাবেন তিনি। চুক্তি স্বাক্ষরের ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে আগামীকাল স্বাস্থ্য পরীক্ষা করানো হবে তার।

২০২১/২০২২ মৌসুমে পর্তুগিজ লিগের জায়ান্ট বেনফিকার জার্সিতে ৪১ ম্যাচে ৩৪ গোল করেছিলেন নুনেজ। তাকে কেনার জন্য নিজেদের ক্লাব রেকর্ড ভেঙেছে লিভারপুল। এর আগে ২০১৭ সালে সাউদাম্পটন থেকে ৮৫ মিলিয়ন ইউরোতে ভার্জিল ফন ডাইককে কিনেছিল ইংলিশ জায়ান্টরা। অর্থাৎ ডাচ সেন্টার-ব্যাক ছিলেন লিভারপুলের সবেচেয়ে দামি খেলোয়াড়।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুন ১২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।