ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

ঢামেকে একসঙ্গে ৮ ওয়ার্ড মাস্টারের ডিউটির স্থান পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, জানুয়ারি ১৯, ২০২৩
ঢামেকে একসঙ্গে ৮ ওয়ার্ড মাস্টারের ডিউটির স্থান পরিবর্তন

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) শয্যাসংখ্যা দুই হাজার ৬০০। কিন্তু সেখানে রোগী আছেন শয্যা সংখ্যার তিনগুণ।

আর এমন একটি হাসপাতালে একসঙ্গে আটজন ওয়ার্ড মাস্টারকে দীর্ঘদিন থাকা এক জায়গা থেকে অন্য জায়গায় ডিউটির নির্দেশনা দেওয়া হয়েছে।  

কর্তৃপক্ষ বলছে, সবার সঙ্গে আলোচনা করেই চিঠির মাধ্যমে তাদের নতুন ডিউটি স্থান জানিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন হাসপাতালে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

নির্দেশনার বিষয়ে তিনি বলেন, হাসপাতালে কর্মচারীরা একস্থানে থেকে অন্যস্থানে ডিউটি করবে, এটা একটা স্বাভাবিক নিয়ম। ওয়ার্ড মাস্টারদের নতুন করে ডিউটি বন্টন করা হয়েছে মাত্র। এই ৮ জন ওয়ার্ড মাস্টার একই জায়গায় দীর্ঘদিন ধরে ডিউটি করে আসছিলেন। করোনা মহামারির কারণে এতোদিন তাদের ডিউটির স্থান পরিবর্তন করা হয়নি। সবার সঙ্গে আলোচনা করেই চিঠির মাধ্যমে তাদের নতুন ডিউটির স্থান জানিয়ে দেওয়া হয়েছে।

হাসপাতালের একটি সূত্র জানার, ওয়ার্ড মাস্টারদের কাজ হচ্ছে,তাদের তত্ত্বাবধানে এরিয়া মোতাবেক যত কর্মচারী ডিউটি করবে, তারা ঠিক মতো কাজ করছে কিনা, তারা সঠিক টাইমে উপস্থিত হওয়াসহ  নানা রকম দায়িত্ব তাদের উপরে অর্পিত।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এজেডএস /এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।