ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পিএইচপি নিয়ে কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
পিএইচপি নিয়ে কর্মশালা

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং সেন্টার ফর টেকনোলজি ডেভলপমেন্টের (সিটিডি) যৌথ উদ্যোগে পিএইচপি-প্রোগামিং বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।



৪ আগস্ট থেকে শুরু হওয়া ৫ দিনের এ কর্মশালায় পিএইচপি বেসিক, বিভিন্ন ফাংশনালিটি, মাইএসকিউএল ডাটাবেস, এইচটিএমএল ও সিএসএস বিষয়ে শেখানো হবে।

প্রশিক্ষণ নিতে আগ্রহীরা বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিডিওএসএন অফিসে গিয়ে নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া বিকাশের মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে।

এ কর্মশালা পরিচালনা করবেন ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড জয়ী এনায়েত হোসেন রাজিব ও সিটিডির প্রধান কারিগরি কর্মকর্তা জাবেদ মোর্শেদ। আগ্রহীরা (http://tinyurl.com/3sz3soj) এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন। হ্যালো: ০১৯২৩ ৫১০০৭৩।

বাংলাদেশ সময় ২১০৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।