ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উইন্ডোজে ফোনেই অনড় নকিয়া

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
উইন্ডোজে ফোনেই অনড় নকিয়া

স্মার্টফোনের লড়াইয়ে পিছিয়ে পড়েছে নকিয়া। এজন্য উইন্ডোজ ফোনের প্রীতিকেই দুষছেন বিশ্লেষকেরা।

অ্যানড্রইড সিস্টেমকে উপেক্ষা করে উইন্ডোজভিত্তিক স্মার্টফোন তৈরিতে নকিয়া এখনও অনড়। আর এ বিষয়ে সাফ কথা জানিয়ে দিলেন নকিয়ার সিইও স্টিফেন ইলোপ।

নকিয়া স্মার্টফোন উইন্ডোজ-৮ নিয়ে তাই নকিয়া কোনোভাবেই পিছিয়ে আসছে না। অ্যানড্রইড, অ্যাপল আর উইন্ডোজ ফোনের লড়াইয়ে নকিয়া উইন্ডোজের সঙ্গেই আপস করেছে। তাই লড়াইটাও সুস্পষ্ট। বিশ্ববাজারে উইন্ডোজভিত্তিক নকিয়া স্মার্টফোনের আর্বিভাব হলেই এ লড়াইয়ের চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। এমন কথাই বলেছেন নকিয়ার সিইও স্টিফেন ইলোপ।

এ মুহূর্তে নকিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে ধরে রেখেছে। তবে স্মার্টফোনের বাজার প্রতিযোগিতায় একেবারেই পিছিয়ে পড়েছে নকিয়া।

এ ছাড়াও অ্যানড্রইডভিত্তিক অ্যাপল এবং স্যামসাং স্মার্টফোনের দাপটে নকিয়া এ বাজার থেকে ছিটকে পড়েছে। তাই উইন্ডোজভিত্তিক স্মার্টফোন দিয়ে হারানো বাজার ফিরে পেতে নকিয়া এখনও অটল।

বাংলাদেশ সময় ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২

সম্পাদনা:জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।