ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাবমেরিন ক্যাবলসের ব্যান্ডউইথ পরিবহনে ৩ টেরাবাইট মাইলফলক অতিক্রম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, এপ্রিল ২৯, ২০২৫
সাবমেরিন ক্যাবলসের ব্যান্ডউইথ পরিবহনে ৩ টেরাবাইট মাইলফলক অতিক্রম ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইথ পরিবহনে তিন টেরাবাইটের মাইলফলক অতিক্রম করেছে।

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক দায়িত্ব প্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব মঙ্গলবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, গুড পলিসি ওয়ার্কস অ্যান্ড পেইস অফ!

‘বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইথ [Real Time Internet Traffic] পরিবহনে ৩.০০ টেরাবাইট/সেকেন্ড এর মাইলফলক অতিক্রম করেছে।

তিনি আরও লিখেছেন, ২৮ এপ্রিল পর্যন্ত বিএসসিএলের ব্যান্ডউইথ ব্যবহার ছিল ৩.৩৪ টিবিপিএস, যা এই মাসের শেষ নাগাদ ৩.৪৬ টিবিপিএস এ উন্নীত হবে। বিগত ৮ মাসে ব্যবহার ১.১০ টেরা বাইট বৃদ্ধি পেয়েছে।

এর আগে আওয়ামী লীগ আমলে এই প্রতিষ্ঠানের ৬৫ শতাংশের বেশি ক্যাপাসিটি অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল।

বিগত কয়েক মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা ও পলিসি সাপোর্ট, প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের ঐকান্তিক প্রচেষ্টা এবং কয়েক দফা মূল্য ছাড়ের প্রেক্ষিতে এ অর্জন সম্ভব হয়েছে। দেশে ব্যবহৃত ব্যান্ডউইথে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এর শেয়ার ক্রমান্বয়ে বৃদ্ধির প্রেক্ষিতে কোম্পানির রাজস্ব আদায়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিশেষ সহকারী জানান, সম্প্রতি বিটিআরসি লাইসেন্সিং গাইডলাইন সংশোধনের মাধ্যমে সব আইআইজি অপারেটদের তাদের ব্যবহৃত ব্যান্ডউইথ এর কমপক্ষে ৫০ শতাংশ সাবমেরিন ব্যান্ডউইথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে। সাবমেরিন ব্যান্ডউইথ ব্যবহারকে অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি যে সব আইআইজি অপারেটর তাদের ব্যবহৃত মোট ব্যান্ডউইথের ৫০ শতাংশের বেশি সাবমেরিন ব্যান্ডউইথ ব্যবহার করবে, তাদের ক্ষেত্রে এই বর্ধিত ব্যান্ডউইথের ওপর অতিরিক্ত মূল্যছাড়ের বিষয়টি বিবেচনা করছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে। পাশাপাশি রেগুলার ডিস্কাউন্টেড বাল্ক প্যাকেজের বাইরে ডেটা সেটার/ক্লাউড/'হাইপার স্কেলার'দের জন্য আলাদা ইন্টারনেট প্যাকেজ ঘোষণার পরিকল্পনা রয়েছে।

দেশে ইন্টারনেট ব্যান্ডউইথে সাবমেরিনের ব্যবহার ক্রমান্বয়ে বাড়তে থাকলে, বিশ্বমানের তুলনায় অনেক পিছিয়ে থাকা ইন্টারনেটের মানের উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। রাজস্ব আদায় ও সেবার মান বৃদ্ধি সর্বোপরি সুলভ মূল্যে দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এবং কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীরা সদা সচেষ্ট থাকবে এ প্রত্যাশা ব্যক্ত করে, আমি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা এবং কর্মচারীকে ধন্যবাদ জানাই।

বহু জঞ্জালের মধ্যেও দেশে রাইট পলিসি কাজ করে। সব সীমাবদ্ধতার মধ্যেও সরকারি কোম্পানিগুলোর আয় বাড়ানো সম্ভব বলে মনে করেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ