ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শিক্ষার্থীদের পড়ালেখায় সাহায্য করছে টুইটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০
শিক্ষার্থীদের পড়ালেখায় সাহায্য করছে টুইটার

শিক্ষার্থীদের টুইটার ব্যবহারের প্রবণতা বাড়ছে। এ মুহূর্তে পড়ালেখার বিষয়ে টুইটারের মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা করেন।

ন্যাশনাল সার্ভে অব স্টুডেন্ট এনগেজমেন্ট পরিচালিত জরিপে এ তথ্য প্রকাশ পেয়েছে বলে সূত্র জানিয়েছে।

সূত্রে আরও জানা যায়, শিক্ষার্থীরা তাদের সেমিস্টার শুরু এবং শেষ হওয়ার সময় সবচেয়ে বেশি টুইটার ব্যবহার করে। সাধারণত অ্যাসাইনমেন্ট তৈরি, কাসের পড়া এবং তথ্য বিনিময়ে তারা এখন বেশিরভাগ সময়ে টুইটারের শরণাপন্ন হচ্ছেন।

ফলে তাদের পরীক্ষার ফলাফল আগের চেয়ে শতকরা ৫ ভাগ বেড়েছে বলে জরিপে প্রকাশ পেয়েছে। লক হ্যাভেন ইউনির্ভাসিটির ড. রেনল জুনকু জানান, যে শিক্ষার্থীরা টুইটার বা অন্যসব সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোকে পড়ালেখার কাজে ব্যবহার করছেন তাদের জন্য সামাজিক সাইট একটি গুরত্বপূর্ণ মাধ্যম। এ থেকে তারাও অনুপ্রাণীত হচ্ছেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১১৫৯, নভেম্বর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।