ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিক আইটি প্রশিক্ষণ পাচ্ছে ৪০ জন নারী

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
বেসিক আইটি প্রশিক্ষণ পাচ্ছে ৪০ জন নারী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় বেসিক আইটি প্রশিক্ষণ গ্রহন করছে চাপাইনবাবগঞ্জের ৪০ জন মহিলা।

বৃহস্পতিবার চাপাইনবাবগঞ্জের মহারাজপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাছিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাঃ তৌফিকুল ইসলাম ও মহারাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান।

অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও উচ্চ সালিম ডোল পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।